BRAKING NEWS

লক্ষ্মীর আরাধনার প্রস্তুতি শুরু, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি

আগরতলা, ১৪ অক্টোবর : শারদোৎসবের রেশ কাটতে না কাটতেই এবার আয়োজন ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষীর। লক্ষ্মীপুজোর আরাধনার জন্য প্রস্তুতি তুঙ্গে। কিন্তু পুজোর আয়োজন করতে গিয়ে কার্যত নাভিশ্বাস অবস্থা হয়ে উঠেছে মধ্যবিত্ত বাঙালির। কারণ অস্বাভাবিক মূল্যবৃদ্ধি।

ধনের দেবী লক্ষ্মীর আরাধনায় কোনও ত্রুটি হোক, চাইছেন না গৃহকর্তীরা৷ তাই আজ থেকেই বাজারে কেনাকাটায় ধুম পড়েছে৷ ব্যবসায়ীদের মুখেও হাসি ফুটেছে৷ তবে জিনিসপত্রের দামের স্যাঁকায় হাত পুড়ছে মধ্যবিত্তের৷ তবুও সাধ্যের মধ্যে থেকেই আগামী ১৬ অক্টোবর মা লক্ষ্মীর পূজায় মাতবেন ত্রিপুরাবাসী৷

জনৈক ক্রেতা জানিয়েছেন, বাজারে মূর্তির দাম অন্যান্য বছরের তুলনায় বেশি৷ খুবই ছোট আকারের মূর্তি ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে৷ সামান্য বড় মূর্তি কিনতে গেলেই ১,০০০ থেকে ১,২০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে৷ মূর্তি বিক্রেতাদের বক্তব্য, এ-বছর বন্যার কারণে সব জিনিসের দাম বেড়ে গেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *