BRAKING NEWS

দুর্গাপুরে সম্পত্তির লোভে বাবা মাকে খুন, ধৃত অভিযুক্ত ছেলে-বউমা

দুর্গাপুর, ১৪ অক্টোবর (হি.স.) : সম্পত্তির লোভে বাবা- মাকে খুন! দশমীর রাতে বাড়ির বাথরুমে বাবা-মার রহস্যজনক মৃতদেহ উদ্ধার।   ছেলে বৌমার কান্না শুনে এলাকাবাসীরা ছুটে এসে দেখেন রহস্যজনক ভাবে ঝুলছে বৃদ্ধ দম্পতি। শনিবার রাত ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুর কোকওভেন থানার সাগড়ভাঙায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার   করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বৃদ্ধ দম্পতির মেয়ের অভিযোগে পুলিশ ছেলে ও বউমাকে গ্রেফতার করে। সোমবার   ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে, বিচারক তাদের জামিন খারিজ করে ৩ দিনের   পুলিশ হেফাজতের নির্দেশ দেন।পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বৃদ্ধর নাম নির্মলেন্দু বন্দ্যোপাধ্যায় (৮৬), মৃত বৃদ্ধার নাম ইলা বন্দ্যোপাধ্যায়(৮৪)। শনিবার দশমীতে একদিকে যখন দেবী উমাকে বিদায় জানিয়ে বিষাদের সুর চারিদিকে   অন্যদিকে তখন বাড়ির   বাথরুমে বৃদ্ধ ওই দম্পতির রহস্য   মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। আশপাশের বাসিন্দাদের সন্দেহ হয় মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেয়ে চৈতালি বন্দ্যোপাধ্যায়। ছেলে- বৌমার বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে শুরু করে দেন বিক্ষোভ। ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। রবিবার সকালে বৃদ্ধ দম্পতির বাড়ির সামনে ছেলে- বৌমাকে গ্রেফতার এবং শাস্তির দাবি করে তুমুল বিক্ষোভ শুরু করে দেন মেয়ে ও প্রতিবেশীরা।  পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে ঘিরে ধরেও চলে বিক্ষোভ। শেষ পর্যন্ত পুলিশ ওই বৃদ্ধ দম্পতির   ছেলে বিপ্লব ব্যানার্জী ও অপর্না ব্যানার্জীকে গ্রেফতার করে। যদিও বৃদ্ধ দম্পতির মেয়ে তিন জনের   নামে কোকওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মেয়ে চৈতালি বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন,”মা-বাবাকে প্রতিদিন মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করতো দাদা, বৌদি। সম্পত্তি হাতানোর ছক দীর্ঘদিন থেকে করেছিল। সম্পত্তি হাতিয়েও নিয়েছিল। তারপরে নির্মমভাবে খুন করে দিল।এছাড়াও বাবা-মাকে খুন করার পিছনে দাদা বৌদির সঙ্গে গ্রামেরই বাসুদেব ক্ষেত্রপালও দায়ী। ওই ব্যাক্তির নিয়মিত বাড়িতে আসা যাওয়া ছিল। তাদের কঠোর শাস্তি চাইছি।”এলাকাবাসী বলেন,” বৃদ্ধ-বৃদ্ধাকে তার মেয়ের কাছে যেতে দিত না ছেলে বৌমা। মেয়ের কাছে গেলেই আত্মহত্যা করার ভয় দেখাতো ছেলে আর তার বউমা। সেই ভয়ে যেতেও পারতো না।” পুলিশ জানিয়েছে, “ছেলে ও বউমাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *