BRAKING NEWS

কল্যাণপুরের একাধিক এলাকায় ছোট বড় মাঝারি মিলিয়ে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন

নিজস্ব  প্রতিনিধি, কল্যাণপুর, ১৪ অক্টোবর:
কল্যাণপুরের একাধিক এলাকায় ছোট বড় মাঝারি মিলিয়ে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন হলো। বেশিরভাগ পুজো রবিবার প্রতিমা নিরঞ্জন করলেও ক্লাবের পুজো গুলোর প্রতিমা বিসর্জন হলো সোমবার। মূল কল্যাণপুর এর ক্লাব গুলোর মধ্যে নজরকারা ছিল একত্র সংঘ। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও হয়। শিল্পী দের আনা হয় কলকাতা থেকে।

এছাড়া বাঘাযতীন ক্লাবে ফুটে উঠে বন্যা জনিত রেপ্লিকা। নেতাজি ক্লাব, শান্তি প্ৰিয় সংঘ, ইয়ং ব্লাড ক্লাব রুচি সম্মত পুজো করে কম বাজেটের মধ্যে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রবি ও সোমবার প্রতিমা নিরঞ্জন হয় স্থানীয় দশমী ঘাটে। জনজাতি এলাকা মুড়াবাড়ী, রজনী সর্দার পাড়া, একরাই, দিনদয়াল পাড়া, দক্ষিণ ঘিলাতলী, ঘিলাতলী তেও পুজো হয় নিষ্ঠা ভরে।

এছাড়া বাগানবাজার, শান্তিনগর, দ্বারিকাপুর, এই সমস্ত এলাকাতেও ভক্তি ভরে মায়ের আরাধনা হয়। সব মণ্ডপ ফাঁকা হয়ে যাওয়াতে সকলেরই মন খারাপ। এবার ঘরে ঘরে মা লক্ষী পূজিতা হবেন। কিন্তু জিনিস পত্র সহ ফল মূলের অগ্নি মূল্য গৃহস্তকে দিশেহারা করে দিচ্ছে। কিন্তু এরপরেও বাঙালির ঘরে দেবী লক্ষীর আরাধনা সাধ্য ও সাধ এর টানাপোড়েনের মধ্যেই হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *