BRAKING NEWS

দূষণ রুখতে তৎপরতা, আতশবাজি তৈরি, মজুত ও বিক্রিতে নিষেধাজ্ঞা দিল্লি সরকারের

নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.): বায়ুদূষণ রুখতে তৎপর দিল্লি সরকার। দীপাবলির আগে এই বছরও আতশবাজি তৈরি, মজুত ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি সরকার। জাতীয় রাজধানীতে ক্রমবর্ধমান দূষণের পরিপ্রেক্ষিতে দিল্লি সরকার সোমবার সমস্ত ধরণের আতশবাজি উৎপাদন, মজুত ও বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ১৪ অক্টোবর থেকে আগামী বছরের পয়লা জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি এই বিষয়ে একটি আদেশ জারি করেছে, যাতে অনলাইন বিপণন প্ল্যাটফর্মের মাধ্যমে সরবরাহের উপর নিষেধাজ্ঞা এবং সমস্ত ধরণের আতশবাজি ফাটানো অন্তর্ভুক্ত রয়েছে। দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই এক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছেন, শীতের সময় দূষণ বাড়তে থাকায় এই নিষেধাজ্ঞা আনা হয়েছে। তিনি দিল্লিবাসীর কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *