BRAKING NEWS

ডামডিম থেকে লাভাগামী রাস্তার একাংশের ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজনাথ সিং

মালবাজার, ১২ অক্টোবর (হি. স.) : সিকিম, কালিম্পংয়ের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ডামডিম থেকে লাভা হয়ে বিকল্প পথ ভরসা যোগাচ্ছে। শনিবার এই রাস্তার ২০ থেকে ৪৯ কিলোমিটার পর্যন্ত অংশের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বর্ডার রোড অর্গানাইজেশন(বিআরও) এই রাস্তা তৈরি করেছে। তারাই রাস্তার তত্ত্বাবধান করবে। ভার্চুয়াল পদ্ধতিতে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এই রাস্তার উদ্বোধন করেছেন। গরুবাথানের কাছে পাপড়খেতিতে এই উপলক্ষে স্বাগত অনুষ্ঠান হয়। সেখানে বিএরও অধীনে থাকা জিআরইএফ (জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ারিং ফোর্স)-এর সহকারি বাস্তুকার সিভিল জ্ঞানেশ্বর প্রসাদ, গরুবাথান পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্যমনি রায়, সহ-সভাপতি সোনম ভুটিয়া, গোরুবাথান ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রেনু ভুটিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এই অংশ তৈরিতে ৯০ কোটি ৫০ লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানা গেছে। বিকল্প যোগাযোগের রাস্তা এবং পর্যটক মহলে এই পথ দারুন জনপ্রিয় হবে বলে সকলের আশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *