BRAKING NEWS

এশিয়ান টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে বাংলার ঐহিকা – সুতীর্থা জুটির ডাবলসে পদক সুনিশ্চিত

কলকাতা, ১২ অক্টোবর (হি. স.) : শারদোৎসবের উপহার ২৭তম এশিয়ান টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে। বিদেশের মাটিতে কয়েক ঘন্টা আগেই বাংলার জুটি ফের পদক সুনিশ্চিত করেছে মহিলাদের ডাবলসে। এই মুহূর্তে জাপানের মুখোমুখি ভারত সেমিফাইনালে। জাপানি জুটি মিয়া হারিমোতো  – মিয়ু কিহারা এবং ঐহিকা – সুতীর্থা মুখোপাধ্যায় জুটির মধ্যেই খেতাব জয়ের লড়াই। এর আগে কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়াকে নাস্তানাবুদ করেছে মুখোপাধ্যায় জুটি। প্রথম সেটে ৩-১ ব্যবধানে ভারত পিছিয়ে পড়ে। যদিও এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। যথাক্রমে ১০-১২, ১১-৭, ১১-৯ ও ১-৮ সেটে অনায়াসেই ভারত জয় তুলে নেয়। বিশ্বের ক্রম পর্যায়ে বর্তমানে তাদের র়্যাঙ্কিং – ১৫ নম্বরে। উল্লেখ্য, এর আগে ওই জুটি চিনের হ্যাংঝাউ প্রদেশে এশিয়ান গেমসের দেশের হয়ে প্রতিনিধিত্বকারী হিসেবে নৈহাটির এই জুটি ডাবলসে প্রথম ব্রোঞ্জ পদক জয় করে নজির সৃষ্টি করেন। সেই প্রথম ভারত তাদের হাত ধরেই পদক জয় করে। এরপর আস্তানা শহরে নতুন করে পদক জয়ের হাতছানি। বঙ্গতনয়া ঐহিকা – সুতীর্থা জুটির পদক নিশ্চিত। প্রসঙ্গতঃ চলতি মাসের ৬-১৩ কাজাখস্তানের রাজধানী শহর আস্তানায় বসেছে এশিয়ান টেবল টেনিস চ্যাম্পিয়নশিপের আসর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *