BRAKING NEWS

২৪ বেহারার কাঁধে চড়ে ইছামতীতে বিসর্জন বড় জমিদারবাড়ির দুর্গার

উত্তর ২৪ পরগনা, ১২ অক্টোবর (হি.স.): প্রথা মেনে ২৪ বেহারার কাঁধে চড়ে গ্রামের দু’কিলোমিটার পথ পরিক্রমা শেষে ইছামতী নদীর ঘোষবাবুর ঘাটে নিরঞ্জন করা হল বড় জমিদারবাড়ির দুর্গা। 

বিধি মেনে শনিবার ভোর পাঁচটা নাগাদ ঘরের মেয়ের মঙ্গল যাত্রা শুরু হয়। দালান থেকে প্রতিমা বের করে রাখা হয় বড় জমিদারি উঠোনে। সেখানে বাড়ির মেয়ে-বউরা একে একে উমাকে বরণ করেন। হয় সিদুঁর খেলাও। সবশেষে মিষ্টি বিতরণ।

নিরঞ্জনেও ছিল নিয়ম। কেউ চাইলেই আগে প্রতিমা নিরঞ্জন করতে পারবেন না। শুরু হয় পূর্ব দিকের বাড়ি দিয়ে। এর পর একে একে ঘোষ বাড়ি, মুখার্জি বাড়ি, ব্যানার্জি বাড়ি সহ-একাধিক জমিদার বাড়ির প্রতিমা বিসর্জন হয়। প্রতিবারের মতো এবারও প্রতিমা নিরঞ্জনের সাক্ষী থাকতে উত্তর ২৪ পরগনার টাকিতে ইছামতীর পারে উপস্থিত ছিলেন অসংখ্য মানুষ।

ফি-বারই টাকির ইছামতি নদীতে জমিদার বাড়ির প্রতিমা নিরঞ্জনকে ঘিরে মানুষের উৎসাহ-উন্মাদনা থাকে চোখে পড়ার মতো।এবারেও তার অন্যথা হল না। নিয়ম তিথি মেনে বিজয়া দশমীর দিনে ঘরের মেয়ে উমাকে পান্তা ভাত, কচু শাক-সহযোগে ভোজন করিয়ে কৈলাসের উদ্দেশে পাঠালেন জমিদার বাড়ির সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *