BRAKING NEWS

বিভ্রান্তি অথবা অহংকার থাকলে, সেটির অবসান হওয়া উচিত : সুরেশ ভাইয়াজি যোশী

জয়পুর, ১১ অক্টোবর (হি.স.): বিজয়া দশমী উপলক্ষে আরএসএস-এর পক্ষ থেকে ‘পথ সঞ্চালন’-এর প্রাক্কালে শুক্রবার জয়পুরের ত্রিবেণী নগরের কমিউনিটি সেন্টারে জড়ো হয়েছেন আরএসএস-এর স্বয়ংসেবকরা। শুক্রবার ত্রিবেণী নগরের কমিউনিটি সেন্টারে বক্তৃতা দেওয়ার সময় সঙ্ঘের অখিল ভারতীয় কার্যকারিণী সদস্য সুরেশ ভাইয়াজি যোশী বলেছেন, “রাজ্যের সীমানা যেভাবে আমাদের মধ্যে কোনও বিভাজন সৃষ্টি করতে পারে না, একইভাবে জন্মের ভিত্তিতে আমাদের বিভাজন করতে পারে না।”সুরেশ ভাইয়াজি যোশী বলেছেন, “জন্মের ভিত্তিতে জাত নির্ধারণ করা হয়, কেউ কি বলতে পারেন হরিদ্বার কোন জাতের? ১২টি জ্যোতির্লিঙ্গ কোন জাতের অন্তর্গত? দেশের বিভিন্ন স্থানে ৫১টি শক্তিপীঠ কোন জাতের অন্তর্গত? যারা নিজেদের হিন্দু মনে করে, দেশের সব জায়গায় বাস করেন- তাঁরা এসবকে নিজেদের বলে মেনে নেয়। তাহলে বিভক্তি কোথায়? রাজ্যের সীমানা যেভাবে আমাদের মধ্যে কোনও বিভাজন সৃষ্টি করতে পারে না, একইভাবে জন্মের ভিত্তিতে আমাদের বিভাজন করতে পারে না। যদি কোনও ভুল ধারণা থেকে থাকে, তা অবশ্যই পরিবর্তন করতে হবে, যদি কোনও বিভ্রান্তি অথবা অকেজো অহংকার থাকে, তাহলে সেটির অবসান হওয়া উচিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *