BRAKING NEWS

অনিকেতের শারীরিক অবস্থার অবনতি, চিকিৎসাধীন আর জি করের সিসিইউ-তে

কলকাতা, ১১ অক্টোবর (হি.স.): টানা অনশনে অসুস্থ হয়ে পড়লেন আর জি করের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার গভীর রাতেই তাঁকে নিয়ে যাওয়া হয় আর জি কর হাসপাতালে। সেখানে ভর্তি করানো হয়েছে অনিকেতকে। ধর্মতলার অনশনস্থল থেকে বৃহস্পতিবার গভীর রাতে অনিকেতকে অ্যাম্বুল্যান্সে করে আর জি করে নিয়ে যাওয়া হয়। সিসিইউতে তাঁকে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সুত্রে খবর, অনিকেতের শরীরে আইভি ফ্লুইড চালানো হয়েছে। রক্তের একাধিক পরীক্ষা করা হয়েছে। নিজের শারীরিক পরিস্থিতি প্রসঙ্গে অনিকেত নিজে বৃহস্পতিবার রাতে জানিয়েছেন, তিনি কিছুটা অসুস্থ বোধ করছেন। যদিও পরে শারীরিক অবস্থার অবনতি হয়। উল্লেখ্য, ১০ দফা দাবি নিয়ে গত শনিবার রাত সাড়ে ৮টা থেকে ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তারেরা। প্রথমে ৬ জন অনশন শুরু করেন। পরের দিন তাতে যোগ দেন আর জি করের অনিকেত মাহাতো। যে সাত জন অনশন করছেন, তাঁদের মধ্যে অনিকেতই একমাত্র আর জি করের ডাক্তার। এখনও ধর্মতলায় অনশন চালিয়ে যাচ্ছেন তনয়া পাঁজা, স্নিগ্ধা হাজরা, সায়ন্তনী ঘোষ হাজরা, অনুষ্টুপ মুখোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায় এবং পুলস্ত্য আচার্য। অনশনের জেরে তাঁরাও অসুস্থ হয়ে পড়ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *