করিমগঞ্জ (অসম), ৯ অক্টোবর (হি.স.) : ধর্ম যার যার, উৎসব সবার। কর্তব্য–দায়িত্ব–নিষ্ঠার মাঝেই দুর্গাপূজার আনন্দ উপভোগ করে ভাগাভাগি করেছেন দুই দেশের সীমান্তরক্ষীরা। সীমান্ত রক্ষার দায়িত্ব পালনের মধ্যেই খুশির উৎসবে শুভেচ্ছা বিনিময় করে থাকেন সীমান্ত সুরক্ষা বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ-এর জওয়ানরা। আজ বুধবার বিকালে তেমন ছবিই দেখা গিয়েছে সীমান্ত জেলার করিমগঞ্জের সুতারকান্দি-বিয়ানিবাজার সীমান্তে।
ভারত-বাংলা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে বিভিন্ন ধর্মীয় উৎসব, স্বাধীনতা দিবস, বিজয় দিবসে মিষ্টিমুখ করানোর পরম্পরা বহুদিনের। আর সেই ধারা অব্যাহত রেখে আজ ষষ্ঠীর দিন সীমান্ত জেলা করিমগঞ্জে বিএসএফ-এর তরফ থেকে মিষ্টি তুলে দেওয়া হয়েছে বিজিবি-র জওয়ানদের হাতে। বিশেষ দিবস সহ বিভিন্ন অনুষ্ঠানে একে-অপরকে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ করানোর পরম্পরা অতীত থেকে চলে আসছে। এবারও তার ব্যতিক্রম হয়নি।
করিমগঞ্জের সুতারকান্দি স্থলবন্দরের ১৩৬২ নম্বর পিলারের জিরো পয়েন্টে, লাঠিটিলা, জেলার বিসর্জনঘাট সীমান্তে মিজোরাম-কাছাড় ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল, ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের পক্ষ থেকে বডার গার্ড বাংলাদেশ সিলেট এবং শ্রীমঙ্গল সেক্টর কমান্ডারের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা মিষ্টিও পাঠানো হয়। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা একে-অপর শুভেচ্ছা বিনিময় করেন। ঠিক একইভাবে বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা স্বরূপ মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয় বিএসএফ জওয়ানদের হাতে।