BRAKING NEWS

হরিয়ানায় বিজেপি, জম্মু ও কাশ্মীরে এগিয়ে কংগ্রেস জোট

রোহতক, ৮ অক্টোবর : হরিয়ানায় নির্বাচনী ফলাফলে টানটান উত্তেজনা রয়েছে। গণনা শুরু হতেই কংগ্রেস এগিয়ে থাকলেও সময় যত গড়িয়েছে, ফলাফলের চিত্রও পাল্টেছে। হরিয়ানায় বিজেপি অনেকটাই এগিয়ে গেছে। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরে কংগ্রেস জোট অনেকটাই এগিয়ে রয়েছে।

এই মুহুর্তে নির্বাচন কমিশনের সর্বশেষ পরিণামে দেখা যাচ্ছে, হরিয়ানায় বিজেপি ৪৯টি, কংগ্রেস ৩৫ , আইএনএলডি ১টি, বিএসপি ১টি এবং অন্যান্য ৪টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স ৪১টি, বিজেপি ২৬টি, কংগ্রেস ১০টি, পিডিপি ৪টি, জেপিসি ২টি এবং নির্দল ৬টি আসনে এগিয়ে রয়েছে।

বুথ ফেরত সমীক্ষায় হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরে বিজেপির পরাজয়ের ইঙ্গিত দিয়েছিল। কিন্ত, আজ গণনায় দেখা যাচ্ছে, বুথ ফেরত সমীক্ষার অনুমান ১০০ শতাংশ সঠিক হচ্ছে না। কারণ, হরিয়ানায় বিজেপির জয়ের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। ওই রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও, শেষ হাসি হয়তো বিজেপি হাসবে, এমনটাই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *