BRAKING NEWS

হাইলাকান্দিতে পঞ্চায়েতের উন্নয়নে জনসাধারণের পরিকল্পনা শীর্ষক ওয়ার্কশপ সম্পন্ন

হাইলাকান্দি (অসম) ৭ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দি জেলায়  ২০২৫ ২৬ অর্থবছরে পঞ্চায়েতের উন্নয়নে জনসাধারণের পরিকল্পনা শীর্ষক একদিনের একটি ওয়ার্কশপ সোমবার অনুষ্ঠিত হয়েছে। বোয়ালিপারে অবস্থিত স্টেট ইনস্টিটিউট অফ পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট এর এক্সটেনশন সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত এই ওয়ার্কশপটির  উদ্বোধন করেন জেলা পরিষদের সিইও রণজিৎ কুমার লস্কর। উদ্বোধনী ভাষণে সিইও রণজিৎ কুমার লস্কর সংবিধানের ১১ অনুচ্ছেদে বর্ণিত ২৯ টি বিষয় সম্পর্কে ন্যস্ত তালিকার উপর আলোকপাত করেন। তিনি ২০২৫ -২৬ অর্থবছরে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের সঙ্গে  সমন্বয় সাধন করে সরকারি গাইডলাইন অনুযায়ী পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে সবার প্রতি আবেদন জানান।। এক্সটেনশন ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ সঞ্জীব কুমার সিনহা স্বাগত ভাষনে বিষয়টির উপর বিস্তারিত আলোচনা করেন। ওয়ার্কশপে । এক্সটেনশন ট্রেনিং সেন্টারে দুজন ফ্যাকাল্টি মেম্বার পুষ্পাঞ্জলি শর্মা, সন্দীপ রুদ্র পাল এবং গ্রামীণ জীবিকা মিশনের ডিপিএম সৌমিত্র কুমার দে প্রাসঙ্গিক বিষয়ের উপর আলোকপাত করেন। এতে অ্যাসিস্ট্যান্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার,গ্রাম পঞ্চায়েত সচিব গ্রামের জীবিকা মিশনের ডিপিএম এবং এ ডি পি এম সহ মোট ২৬ জন কর্মকর্তা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *