BRAKING NEWS

ভিনু মানকড় ট্রফি ক্রিকেটে আজ মিজোরাম জয়ের লক্ষ্যে ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। নিশ্চিত জয়ের লক্ষ্যে প্রহর গুনছে ত্রিপুরার ছেলেরা। খেলা জয়পুরে। অনূর্ধ্ব ১৯ জাতীয় এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্ট তথা ভিনু মানকড় ট্রফি ক্রিকেটে আগামীকাল ত্রিপুরা দুর্বল প্রতিপক্ষ মিজোরামের বিরুদ্ধে খেলবে। দুদলের কাছেই এটি তৃতীয় ম্যাচ। তবে আগের দুটি ম্যাচে ত্রিপুরার মতো মিজোরামও প্রতিপক্ষ দুই দলের কাছে পরাজয় স্বীকার করলেও নবাগত দল হিসেবে এবং রান রেটের নিরিখে মিজোরাম থেকে ত্রিপুরা এক ধাপ এগিয়ে রয়েছে। আশা করা হচ্ছে প্রথম দুই ম্যাচে যথাক্রমে জম্মু-কাশ্মীরের কাছে ন্যূনতম উইকেটে এবং তামিলনাড়ুর বিরুদ্ধে নয় উইকেটে হার শিকার করলেও আগামীকাল ত্রিপুরা মিজোরামকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পাবে। প্রথম দুই ম্যাচে মিজোরামও যথাক্রমে উড়িষ্যা ও জম্মু-কাশ্মীরের কাছে  পরাজিত হয়েছে। জয়পুরে ই-গ্রুপের অপর খেলায় জম্মু-কাশ্মীর খেলবে পাঞ্জাবের বিরুদ্ধে। দুই দলই পরপর দুটি ম্যাচে জয়ী হয়ে আগামীকাল মাঠে নামবে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে। এছাড়া, অপর খেলায় উড়িষ্যা ও তামিলনাড়ু পরস্পরের বিরুদ্ধে খেলবে। উল্লেখ্য, দুই দল ইতোমধ্যে একটি করে ম্যাচ জিতে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *