BRAKING NEWS

উৎসবের বাজারে মন্দার ছাপ, ব্যবসায়িক মহলে চিন্তার ভাঁজ

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ৭ অক্টোবর:
রাত পোহালেই দূর্গোৎসব। পূজো যখন শিউরে তখনও মন্দার প্রভাব পিছু ছাড়ছেনা ত্রিপুরার উৎসবের বাজারে। কুমারঘাটে পূজোর বাজারের করুন অবস্থা লক্ষ্য করা যাচ্ছে।

রাত পোহালেই বাঙালীর শ্রেষ্ঠ পার্বন দূর্গোৎসব। পূজোকে ঘিরে মাতৃ আরাধনায় দিকে দিকে চলছে শেষ তুলির টান। পূজো মানেই উৎসবপ্রেমী বাঙালীর কাছে বাড়তি উন্মাদনা। দেবী দূর্গার আগমনে প্রতিবছরই প্রকৃতি যেমন নতুন রূপে সাজে তেমনি আপামোর বাঙালীও নতুন পোষাকে সেজে উঠতে চায় যার যার সাধ্যমতো। বিশেষ করে মহালয়ার দিন থেকেই উৎসবপ্রেমীরা লেগে পড়েন পূজোর কেনাকাটায়।

কিন্তু বিগত বছর কয়েক ধরেই ত্রিপুরায় পূজোর বাজারে মন্দার কোপ পড়েছে বলে অভিমত ব্যাবসায়ীদের। যা এবছরও বিদ্যমান। ঊনকোটি জেলার কুমারঘাট শহরের বাজারেও পূজোর বেচাকেনায় মন্দার প্রভাব চিন্তায় ফেলেছে ব্যাবসায়ীদেরকে।

রাত পোহালেই পূজো, এমতাবস্থায় কুমারঘাট বাজারের কাপড়, কসমেটিক্সের মতো হাতেগোনা ব্যাবসায়ীদের দোকানে বিক্রি মোটামুটি চললেও শহরের অধিকাংশ দোকানেই নেই বিক্রি। শহরের প্রাণকেন্দ্র ভগৎ সিং চৌমুহনিতে থাকা এক কসমেটিক্স ব্যাবসাহী মোহিত বনিক তুলে ধরলেন ব্যাবসায় মন্দার প্রভাবের কথা।

তিনি জানিয়েছেন, এবছর মানুষ বাজারমুখী হননি এখনো। ফলে দোকানে চাহিদা অনুযায়ী সামগ্রী মজুদ রাখলেও বিক্রি হচ্ছেনা জিনিস। অনলাইন মার্কেটিংএর প্রভাব বাজারে ব্যাপকভাবে গ্রাস করেছে বলে জানিয়েছেন বিক্রেতা। এদিকে একই অবস্থা কাপড়ের দোকানগুলোতেও। ক্রেতারা হাতেগোনা দুএকটি দোকানমুখী হলেও অধিকাংশ দোকানেই এখনো তেমন জমে উঠেনি ব্যাবসা। সম্প্রতি ঘটে যাওয়া বন্যার প্রভাবে বাজারের হাল খারাপ হলেও তারমাঝেই কেনাকাটাও চলছে বলে জানালেন মিঠুন পাল নামের এক কাপড় বিক্রেতা। পূজোর দিনগুলোতে প্রকৃতি অনুকুলে থাকুক এমনই চাইছেন ব্যাবসাহীরা।

অন্যদিকে বাজারের অপর এক ব্যাবসাহী জানিয়েছেন, মানুষের মধ্যে অর্থাভাবের জেরে নেই ক্রয় ক্ষমতা। তারউপর অনলাইন মার্কেটিং এর জেরে দোকানে নেই বিক্রি। গত বছরের তুলনায় বিক্রি কমেছে অনেকটাই। এমতাবস্থায় পূজো উপলক্ষে দোকানে নতুন কাপড় তুলেও বিক্রি না হওয়ায় মহাজনের বকেয়া মেটানো নিয়ে চিন্তিত মাঝারি ব্যাবসাহীরা।বাজারের ক্ষুদ্র ব্যাবসাহীদের অবস্থা আরো করুন। পসরা সাজিয়ে বসে থাকলেও পুজোর মুখে নেই বিক্রি। মূলত একাংশ মানুষের মধ্যে অর্থাভাব এবং অনলাইন শপিংএর কোপ পাশাপাশি শহরের বুকে থাকা বড়ো বড়ো শপিং মলের দাপটে পূজোর মন্দা বাজারে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন কুমারঘাটের অধিকাংশ ব্যাবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *