BRAKING NEWS

কৃষক কল্যাণকেই অগ্রাধিকার কেন্দ্রের, কৃষি নিয়ে বৈঠক করলেন শিবরাজ চৌহান

নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি.স.): কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান সোমবার নতুন দিল্লির পুসা ক্যাম্পাসে কিষাণ মহাপঞ্চায়েতের প্রতিনিধি এবং কৃষকদের সঙ্গে দেখা করেছেন এবং বিভিন্ন বিষয়ে তাঁদের সঙ্গে আলোচনা করেছেন। বৈঠকের পর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, “আজ কিষাণ মহাপঞ্চায়েতের প্রধান এবং কৃষক সংগঠনের বিভিন্ন রাজ্যের বেশ কয়েকজন কৃষক প্রতিনিধির সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনাটি খুবই অর্থবহ হয়েছে। আমরা অনেক কিছু গভীরভাবে অধ্যয়ন করেছি…আমি কৃষকরা যাতে এগিয়ে যায় এবং কৃষি ক্ষেত্রের অবস্থার উন্নতি হয় তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবে।”কিষাণ মহাপঞ্চায়েতের সভাপতি রামপাল জাট বলেছেন, “আজ আলোচনা হয়েছিল যে, ন্যূনতম সহায়ক মূল্যে ক্রয়ের নিশ্চয়তা দিয়ে একটি আইন তৈরি করে নতুন বিপ্লব শুরু করা উচিত, যাতে কৃষকদের ঘোষিত ন্যূনতম সহায়ক মূল্যের চেয়ে কম দামে তাদের পণ্য বিক্রি করতে না হয়। ভারত সরকার ১৭ বছর আলোচনার পর ২০১৭ সালে একটি মডেল অ্যাক্ট তৈরি করেছে, যাতে বলা হয়েছে যে কোনও কৃষককে ঘোষিত ন্যূনতম সহায়ক মূল্যের চেয়ে কম দামে তার ফসল বিক্রি করতে বাধ্য করা হবে না এবং আমরা কেবল দুটি জিনিস বলেছি, যদি ক্ষেত জল পায়, ফসলের দাম পেলে কৃষক হবে ঋণদাতা, ঋণগ্রহীতা নয়। আর যেদিন কৃষক ঋণদাতা হবে, সেদিন আমাদের দেশ থেকে কৃষকের আত্মহত্যার কলঙ্ক ধুয়ে মুছে যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *