BRAKING NEWS

স্টেট লোড ডিসপাচ সেন্টার পরিদর্শন করেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর:
সোমবার ৭৯ টিলাস্থিত স্টেট লোড ডিসপাচ সেন্টার পরিদর্শন করেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ। উৎসবের প্রাক মুহূর্তে পর্যন্ত পরিমাণ বিদ্যুৎ মজুত রয়েছে কিনা তাই খতিয়ে দেখেন তিনি।

বিদ্যুৎ মন্ত্রী বলেন,  বিদ্যুৎ নিগম হল একটি গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং দপ্তর, দপ্তরের কর্মীরা ২৪ ঘন্টা অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করে। আসন্ন দুর্গাপূজায় সকলে যখন দুর্গাপূজার আনন্দ করবে, তখন বিদ্যুৎ নিগমের সকল কর্মীরা দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।

মন্ত্রী আরো বলেন, বিগত বছর দূর্গা পূজার অষ্টমীর দিন সর্বাধিক ৩১১ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার হয়েছিল। এ বছর মজুদ রাখা হচ্ছে ৩৯০ মেগাওয়াট বিদ্যুৎ। বিদ্যুৎ নিগমের ট্রান্সমিশন, জেনারেশন এবং ডিস্ট্রিবিউশন একসাথে কাজ করে এই স্টেট লোড ডিসপাচ সেন্টার থেকে। বিগত বছরের মত এ বছরও দুর্গাপূজা স্টেট লোড ডিসপাচ সেন্টার থেকে বিদ্যুতিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করা হবে। এবারও ২৪ ঘণ্টা বিদ্যুৎ পরিষেবা, প্রদান করা হবে বলে জানান মন্ত্রী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *