BRAKING NEWS

কদমতলার ঘটনায় শান্তি সম্প্রীতি বজায় রাখার বার্তা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর:
কদমতলার অস্থির পরিবেশে শান্তি সম্প্রীতির বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।

এদিন কদমতলায় ঘটে যাওয়া ঘটনা নিয়ে নিজ বক্তব্য প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। প্রশাসনের তরফে যা যা করা প্রয়োজন সবই করা হচ্ছে সেখানে। তাই এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখার বার্তা দেন তিনি।

তিনি আরো বলেন, ত্রিপুরায় শান্তি সম্প্রীতি বজায় রেখে দুর্গোৎসব পালিত হয়ে আসছে। তাই প্রতিবছরের ন্যায় এবারও যেন সেই শান্তি সম্প্রীতি বজায় থাকে, তার আহবান করেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে কদমতলায়।
জারি করা হয়েছে ১৬৩ ধারা। বন্ধ আছে ইন্টারনেট পরিষেবা এবং ত্রিপুরা আসাম সীমান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *