BRAKING NEWS

অস্ত্র ছেড়ে মূলস্রোতে ফিরে আসুন, মাওবাদীদের পরামর্শ অমিত শাহের

নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি.স.): অস্ত্র ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরে আসুন, মাওবাদীদের উদ্দেশ্যে সোমবার এই পরামর্শ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছত্তিশগড়ে লাগাতার মাওবাদীদের বিরুদ্ধে সফলতম অভিযানের জন্য অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “আমি মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ডিজিপি এবং ছত্তিশগড়ের সমগ্র টিমকে অভিনন্দন জানাই, জানুয়ারি থেকে এযাবৎ ১৯৪ জন মাওবাদী নিহত হয়েছে, ৮০১ মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে এবং ৭৪২ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। আমি সকলের কাছে আবেদন জানাই, নকশালবাদের সঙ্গে যুক্ত যুবকরা অস্ত্র ছেড়ে মূল স্রোতে ফিরে আসুন।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার উগ্র বামপন্থী চরমপন্থা প্রভাবিত রাজ্যে নিরাপত্তা ও উন্নয়ন পর্যালোচনার জন্য বৈঠকের সভাপতিত্ব করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী নিত্যনন্দ রাই প্রমুখ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন বলেছেন, “নিরাপত্তা সম্পর্কিত ব্যয় (এসআরই) প্রকল্পের অধীনে, ২০০৪-২০১৪ সাল পর্যন্ত এই প্রকল্পে ১১৮০ কোটি টাকা ব্যয় করা হয়েছিল, যেখানে ২০১৪-২০২৪ পর্যন্ত আমরা ৩,০০৬ কোটি টাকা ব্যয় করেছি। বিশেষ কেন্দ্রীয় সহায়তা প্রকল্পের অধীনে, আমরা গত দশ বছরে ৩৫৯০ কোটি টাকা খরচ করেছি, গত ১০ বছরে ৫৪৪টি সুরক্ষিত থানা তৈরি করা হয়েছে, আগে সড়ক নেটওয়ার্ক ছিল ২,০৯০ কিলোমিটার, গত ১০ বছরে সড়ক নেটওয়ার্ক ১১,৫০০ কিলোমিটারে উন্নীত হয়েছে। গত ১০ বছরে ১৫,৩০০টি মোবাইল টাওয়ার স্থাপন করা হয়েছে এবং তার মধ্যে ৫,১৩৯টি টাওয়ারে ৪জি সংযোগ দেওয়া হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *