BRAKING NEWS

অপুষ্টিতে আক্রান্ত শিশুদের নিয়ে এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত

আগরতলা, ৭ অক্টোবর: অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য রাজ্য শিশু স্বাস্থ্য সেবা সংস্থার স্কিম এবং অপুষ্টির শিকার শিশুদের নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি, ভগৎ সিং যুব আবাসে বাল্যবিবাহের উপরও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা, মেম্বার চামেলী সাহা সহ অন্যান্যরা।

এদিন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা বলেন, আজ এই কর্মশালার মূলত অপুষ্টি নিয়েই আলোচনা। রাজ্যের একাধিক শিশু অপুষ্টি রোগে আক্রান্ত রয়েছে। এমনকি গর্ভবতী মায়েরাও অপুষ্ট জনিত রোগে আক্রান্ত রয়েছেন। কারণ, আগামী দিনের ভবিষ্যৎ হল শিশু। এই লক্ষ্যেই আজকের কর্মশালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *