BRAKING NEWS

চেন্নাইয়ে বায়ুসেনার অনুষ্ঠানে গরমে মৃত্যু হয়েছে ৫ জনের, পদপিষ্ট নয় : মা সব্রামানিয়ান

চেন্নাই, ৭ অক্টোবর (হি.স.): চেন্নাইয়ের মেরিনা সৈকতে বায়ুসেনার ‘এয়ার শো’ চলাকালীন ৫ জনের মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা থেমে নেই। তামিলনাড়ুর দুই বিরোধী দল বিজেপি এবং এআইএডিএমকে সামগ্রিক ‘অব্যবস্থা’ এবং ৫ জনের মৃত্যুর জন্য রাজ্যের ডিএমকে সরকারকে দায়ী করেছে। এই ঘটনায় এবার মুখ খুললেন তামিলনাড়ুর মেডিকেল ও পরিবার কল্যাণ মন্ত্রী মা সুব্রামানিয়ান।সোমবার এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেছেন, “মৃত্যু আসলেই বেদনাদায়ক। তবে এই নিয়ে রাজনীতি করা উচিত নয়। কেউ রাজনীতি করার কথা ভাবলে তারা ব্যর্থ হবে। পাঁচজনের মৃত্যু বেদনাদায়ক। উচ্চ তাপমাত্রার কারণে মৃত্যু হয়েছে। সবই তাপজনিত মৃত্যু। ৫ জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। হাসপাতালে চিকিৎসার পর কেউ মারা যায়নি।” অব্যবস্থা ও পদপিষ্ট হওয়ার কথা তিনি নাকচ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *