ক্রীড়া প্রতিনিধি আগরতলা। বিলোনিয়া মাসকেল জার্জে জিমনাসিয়ামে রবিবার অনুষ্ঠিত হয় রাজ্যভিত্তিক আসরকে সামনে রেখে জেলা ভিত্তিক পাওয়ার লিফটিং প্রতিযোগিতা। এদিন সকালে একদিনের এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বিভাস চন্দ্র দাস, বিলোনিয়া পুর পরিষদের স্বাস্থ্য কমিটির চেয়ারম্যান অনুপম চক্রবর্তী, বিলোনিয়া বিদ্যাপীঠ স্কুল কমিটির চেয়ারম্যান মৃণাল দাস প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলোনিয়া পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের সভাপতি আক্তার হোসেন মজুমদার। আনুষ্ঠানিক উদ্বোধনের পরেই শুরু হয় টুর্নামেন্টের লড়াই। তাতে মহিলাদের সাব জুনিয়র ৪৭ কেজি বিভাগে প্রথম হয় পূজা দাস। ৫২ কেজিতে প্রথম পূর্ণিমা সরকার ও দ্বিতীয় শ্রাবণী দে। ৫২ ঊর্ধ্বে বিভাগে প্রথম মামনি মগ, দ্বিতীয় মিঠু দাস ও তৃতীয় কৃষ্ণা নাগ। জুনিয়র মহিলাদের ৪৭ কেজি বিভাগে প্রথম সঙ্গীতা চৌধুরী। ৫২ কেজিতে প্রথম শিক্ষা মল্লিক। বালকদের সাব জুনিয়ারে ৫৩ কেজি বিভাগে প্রথম প্রদীপ বিশ্বাস, দ্বিতীয় দেবজিৎ বিশ্বাস ও তৃতীয় দীপরাজ দাস। ৫৯ কেজি বিভাগে প্রথম লোকনাথ দে, দ্বিতীয় বিকাশ পাল ও তৃতীয় প্রীতম ত্রিপুরা। ৬৬ কেজিতে প্রথম রাহুল দাস ও দ্বিতীয় অর্ণব সরকার। বালকদের জুনিয়রে ৫৯ কেজি বিভাগে প্রথম দীপ্তনু বিশ্বাস, দ্বিতীয় রামকৃষ্ণ দেবনাথ ও তৃতীয় শুভ দাস। ৫৩ কেজির ঊর্ধ্বে প্রথম অভিজিৎ মালাকার, দ্বিতীয় কিষান দাস ও তৃতীয় নারায়ন দেবনাথ।
ReplyReply allForwardYou can’t react with an emoji to this message |