নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর: বোধজংনগরে এআরডিডি’র ২৮ একর জমি রাজ্য সরকার বেসরকারি হাসপাতাল স্থাপনের জন্য দিতে চলেছে। সরকারি নিয়ম নামে নেই সৃজা হাসপাতালকে এ জমি দিতে চলেছে রাজ্য সরকার। রবিবার এমনই অভিযোগ করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।
এই ঘটনায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, কেবিনেটের অনুমতি ছাড়াই এই কাজটি করা হচ্ছে। সৃজা হাসপাতালকে জমি বরাদ্দ করার জন্য কোন ধরনের সরকারি নিয়ম মানছেন না
মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, কোনো টেন্ডার ছাড়াই ওই বেসরকারি হাসপাতালকে ব্যক্তিগতভাবে এই জমি বরাদ্দ করা হচ্ছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর নিকট সুস্পস্ট উত্তর দাবি করেন করেন কংগ্রেস বিধায়ক। এদিনের সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।