ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ঘুরে দাঁড়াতে মরিয়া ত্রিপুরা দলের ছেলেরা। আগামীকাল প্রতিপক্ষ তামিলনাড়ু। ভিনু মানকড় ট্রফি অনূর্ধ্ব ১৯ একদিবসীয় ক্রিকেট টুর্নামেন্ট চলছে জয়পুরে। উদ্বোধনী ম্যাচে জম্মু-কাশ্মীরের কাছে ন্যূনতম উইকেটে পরাজয়টা ত্রিপুরার ছেলেরা কিছুতেই মেনে নিতে পারছে না। একবার মনে হয়েছে, খেলছে ত্রিপুরা, অথচ শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলো জম্মু-কাশ্মীর। প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে দলের ছেলেরা চাইছে তামিলনাড়ুর উপর ঝাঁপিয়ে পড়তে। শুক্রবারের ম্যাচে ত্রিপুরা প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৪৯.২ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করেছিল। জবাবে জম্মু-কাশ্মীর একসময় হারের সম্মুখীন হলেও দুই একজন ব্যাট হাতে দৃঢ়তাপূর্ণ ব্যাট চালিয়ে এক উইকেটের ব্যবধানে জয় ছিনিয়ে নেয়। উল্লেখ্য, আগামীকাল দ্বিতীয় রাউন্ডের খেলায় উড়িষ্যা এবং পাঞ্জাব পরস্পরের মুখোমুখি হবে। অপর ম্যাচে জম্মু-কাশ্মীর খেলবে মিজোরামের বিরুদ্ধে। বলা বাহুল্য, ওড়িশা ও পাঞ্জাব প্রতিপক্ষকে হারিয়ে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে অবস্থান করছে। তৃতীয় শীর্ষে রয়েছে জম্মু কাশ্মীর।