BRAKING NEWS

টিএফএ কি হরি ঘোষের গোয়াল? প্রশ্ন, ব্লাডমাউথের পক্ষে সেবক বাবুর 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টিএফএ কি হরি ঘোষের গোয়াল? যেমন ইচ্ছা তেমন ভাবে চালিয়ে যাবে। অনেকটা এভাবে উষ্মা প্রকাশ করে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকের মাধ্যমে ফুটবলপ্রেমীদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, এবারকার ক্লাব লীগ ফুটবলে রানার্স ট্রফি বিজয়ী ব্লাড মাউথ ক্লাবের মুখ্য কর্মকর্তা সেবক বাবু তথা দেবাশীষ ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলন ডেকে মুখ্যত ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সদ্য সমাপ্ত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবলের পরিচালন কমিটি তথা লীগ সাব কমিটির প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বেশ কিছু প্রামাণ্য তথ্য তুলে ধরেন। জানাতে চেয়েছেন প্রথম ডিভিশন লিগে অংশগ্রহণকারী দশটি ক্লাবদলের মধ্যে তিনটি ক্লাব দল বৈধ উপায়ে প্লেয়ার্স রেজিস্ট্রেশন জমা দিয়েছেন বা জমা করেছেন। লিগ শুরু হওয়ার প্রাক্কালে তৈরি করা লীগ রুলস বিশেষ করে লীগ সাব কমিটি অমান্য করেছেন বলে তিনি অভিযোগ করেন। লীগ সাব কমিটি যথারীতি নিয়ম মেনে টুর্নামেন্টের বিশেষ করে সুপার লিগের পয়েন্ট তালিকার হিসেব-নিকেশ করলে ব্লাডমাউথ ক্লাব আরও ৩ পয়েন্ট পায় এবং নিঃসন্দেহে চ্যাম্পিয়ন ট্রফি তাঁদের ঘরে আসে। এছাড়াও ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের আজীবন সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টি এফ এর পরিচালন কমিটির গঠনতন্ত্রের খোল নলচে পাল্টে বাস্তব উপায় অবলম্বনের আহ্বান জানান। সেবক বাবুর মতে লিগ সাব কমিটির বদান্যতায় এবারকার ১০ দলীয় লিগ টুর্নামেন্ট নিখুঁতভাবে শেষ হয়েছে বলা যেতে পারে না। প্রয়োজনে লিগ ফুটবল টুর্নামেন্ট  বাতিল ঘোষণা করলেও ব্লাড মাউথ ক্লাব ট্রফি এবং প্রাইজমানি হিসেবে প্রাপ্ত ৭৫ হাজার টাকার পুরোটাই ফিরিয়ে দিতে প্রস্তুত রয়েছে বলে তিনি দাবি করেন। এই বিষয় নিয়ে প্রয়োজনে ব্লাড মাউথ ক্লাবের পক্ষ থেকে আইনের দ্বারস্থ হবে বলেও তিনি জানিয়েছেন। ফুটবল প্রেমীরা বিশেষ করে ক্রীড়া মোদী মহল বিষয়টা নিয়ে কি চিন্তা ভাবনা করেন সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *