BRAKING NEWS

দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ মন্ত্রী সুধাংশুর

আগরতলা, ৪ অক্টোবর: শারদ উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরের মত এই বছরও মন্ত্রী সুধাশু দাস দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করছেন।

প্রতি বছর দূর্গা পুজোয় মন্ত্রী তাঁর নিজ উদ্যোগে ফটিকরায় এর বিভিন্ন জায়গায় বস্ত্র বিতরণ করে থাকেন ব্যতিক্রম নয় এইবছরও। আজ শুক্রবার ফটিকরায় বিধানসভার অন্তর্গত ৩ টি পঞ্চায়েতে ৬০০ জন দুস্থ মানুষদের মধ্যে শাড়িও ধুতি বস্ত্র তুলে দেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ফটিকরায় বাজারের নাট মন্দিরে, ফটিকরায় গ্রাম পঞ্চায়েত, গোকুলনগর গ্রাম পঞ্চায়েত, ও রাজনগর গ্রাম পঞ্চায়েতের উপস্থিত সকলে উৎসবের মেজাজে এক গাল হাসি নিয়ে নতুন বস্ত্র পেয়ে বেজায় আনন্দিত।

আজকের এই বস্ত্র বিতরণী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা সভাধিপতি অমলেন্দু দাস,পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস,ফটিকরায় গ্রাম পঞ্চায়েত এর প্রধান সুমিতা দত্ত কর ,উপস্থিত ছিলেন রাজনগর ও গোকুলনগর গ্রাম পঞ্চায়েত প্রধানরা। মন্ত্রী এক সাক্ষাকারে জানান বিধানসভার প্রায় ৪ হাজার মানুষের মধ্যে এই বস্ত্র বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *