নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩ অক্টোবর: বৃহস্পতিবার বিকেলে বিলোনিয়া মহকুমা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে বিলোনিয়া মহকুমার সমস্ত স্মল সেভিংস এজেন্টদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পৌরহিত্য করেন মহকুমা শাসক শ্রেষ্ঠা শ্রী, এছাড়াও ছিলেন ইন্সপেক্টর ভিক্টর মজুমদার সহ অন্যান্য আধিকারিকগণ। সভায় এজেন্টদের পক্ষ থেকে বিভিন্ন দাবি নিয়ে মহকুমা শাসকের কাছে আবেদন রাখে সেই ক্ষেত্রে বিভিন্ন দাবিগুলির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
দাবিগুলি হল এজেন্টদের লাইসেন্স পুনরায় রিনিউ করার ক্ষেত্রে কিছু সরলীকরণ, বিলোনিয়া পোস্ট অফিসে এজেন্টদের বসার ব্যবস্থা করা টয়লেটের ব্যবস্থা করা এবং কর্মী স্বল্পতার কারণে কাজ যথাসময়ে হয় না তাই কাজ যথাসময়ে শেষ করার জন্য দাবি রাখা হয়। এই দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন মহকুমা শাসক শ্রেষ্ঠা শ্রী ।