BRAKING NEWS

স্বচ্ছতা হি সেবা কর্মসূচিতে দীর্ঘদিনের জঞ্জাল-স্থান সাফাই করার অভিযানও চলছে: রজত পন্থ

আগরতলা, ২৮ সেপ্টেম্বর,: স্বচ্ছ ভারত মিশনের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে ও স্বচ্ছতাই  সেবা (স্বচ্ছতা হি সেবা) পক্ষ উদযাপনের অঙ্গ হিসেবে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে রাজ্যে পরিছন্নতার অভিযান চলছে।  আগামী ১লা অক্টোবর পর্যন্ত চলবে পক্ষকাল ব্যাপী স্বচ্ছতাই সেবা উদযাপন। স্বচ্ছতাই সেবা কর্মসূচীর রাজ্যস্তরের প্রধান আধিকারিক ও নগরোন্নয়ন দপ্তরের অধিকর্তা রজত পন্থ জানিয়েছেন, স্বচ্ছতাই সেবা কর্মসূচীতে স্বচ্ছতার শপথ, মানব বন্ধন, রেলি, আলোচনা ও সাফাই অভিযানে যুক্ত রয়েছে সমস্ত নগর উন্নয়ন কার্যালয়, নগর পঞ্চায়েত, পুর সংস্থা, স্কুল-কলেজ সমূহ।

এছাড়া, স্বচ্ছতাই সেবা কর্মসূচীতে ব্ল্যাক স্পট নামে এক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচী অনুযায়ী দীর্ঘদিন ধরে পড়ে থাকা আবর্জনার স্তুপ রয়েছে এমন জায়গাগুলো সম্পুর্ন ভাবে পরিস্কার করা হচ্ছে। তিনি জানান, রাজ্যে এই ধরনের এক হাজার স্পট চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৬৭ টি স্থানকে ইতিমধ্যে এই অভিযানের মধ্য দিয়ে  পরিস্কার করা হয়েছে। তিনি বলেন স্বচ্ছতা ও পরিচ্ছন্নতার অভিযান এক ধারাবাহিক কর্মসূচী। সরকারের একার পক্ষে স্বচ্ছতা বজায় রাখা সম্ভব নয়। নাগরিকদের এব্যাপারে অনেক বড় ভুমিকা ও দায়িত্ব রয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *