BRAKING NEWS

সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদ চায় না জম্মু ও কাশ্মীরের জনগণ : প্রধানমন্ত্রী

জম্মু, ২৮ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে গঠন হবে বিজেপি সরকার, আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার জম্মুতে একটি নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “জম্মু ও কাশ্মীরের জনতা ৩টি পরিবার, কংগ্রেস, এনসি এবং পিডিপি থেকে ক্লান্ত। তাঁরা আবার সেই ব্যবস্থা চায় না, যেখানে দুর্নীতি এবং চাকরিতে বৈষম্য থাকে। জম্মু ও কাশ্মীরের মানুষ সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং রক্তপাত আর চায় নয়, এখানকার মানুষ শান্তি চায়, এখানকার মানুষ নিজেদের সন্তানদের একটি ভালো ভবিষ্যত চায় এবং সেই কারণেই জম্মু ও কাশ্মীরের মানুষ বিজেপি সরকার চায়।”প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “গত দুই দফায় বিপুল ভোট জম্মু ও কাশ্মীরের জনগণের উৎসাহ প্রকাশ করেছে। উভয় দফায় বিজেপির পক্ষে বিপুল ভোট পড়েছে। এখানে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপির প্রথম সরকার গঠিত হবে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “যারা দেশে জন্য প্রাণ দিয়েছেন, তাঁদের কখনই সম্মান করতে পারে না কংগ্রেস। এই কংগ্রেসই আমাদের সেনা পরিবারকে ৪ দশক ধরে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’-এর জন্য আকুল করে তুলেছিল। কংগ্রেস আমাদের সেনাকে মিথ্যা বলেছিল। তাঁরা বলত ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’, রাজকোষের উপর চাপ সৃষ্টি করবে, কিন্তু সেনা পরিবারের কল্যাণের আগে মোদী কখনও কোষাগারের দিকে তাকায়নি। আমরা ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ পুনরুজ্জীবিত করেছি, যার ফলে সেনা পরিবারগুলি আরও অর্থ পাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *