BRAKING NEWS

মহারাষ্ট্রে নির্বাচনী প্রস্তুতি নির্বাচন কমিশনের, অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উপর জোর

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (হি.স.): মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ শুক্রবার ও সে রাজ্যে বিধানসভা ভোটের প্রস্তুতি পর্যবেক্ষণ করলো। নির্বাচনী অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উপর জোর দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার এক সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, “মহারাষ্ট্রে ২৮৮টি নির্বাচনী এলাকা রয়েছে, যার মধ্যে তফসিলি জাতি নির্বাচনী এলাকা ২৫ এবং তফসিলি উপজাতি নির্বাচনী এলাকা হল ২৯টি। মহারাষ্ট্রের বিধানসভার মেয়াদ ২৬ নভেম্বর শেষ হচ্ছে, তাই তার আগে নির্বাচন সম্পন্ন করতে হবে। রাজ্যে মোট ভোটার হল ৯.৫৯ কোটি, এর মধ্যে পুরুষ ভোটার ৪.৫৯ কোটি এবং মহিলা ভোটার ৪.৬৪ কোটি। ১৮-১৯ বছর বয়সী প্রথমবারের ভোটাররা বেশ উৎসাহব্যঞ্জক, প্রায় ১৯.৪৮ লক্ষ।”দুই নির্বাচন কমিশনার— জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধুকে সঙ্গে নিয়ে মহারাষ্ট্রের পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেছেন রাজীব কুমার। আগামী ২৬ নভেম্বর মহারাষ্ট্র বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই সেখানে বিধানসভা ভোট হবে। সে ক্ষেত্রে অক্টোবরে হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটপর্ব শেষ হলেই দেশের দ্বিতীয় বৃহত্তম (জনসংখ্যার নিরিখে) রাজ্যে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *