BRAKING NEWS

ভদ্রকে হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে ধৃত ৯; স্তব্ধ ইন্টারনেট পরিষেবা, আঁটোসাঁটো নিরাপত্তা

ভদ্রক, ২৮ সেপ্টেম্বর (হি.স.): ওড়িশার ভদ্রকে হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে ৯ জনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি ৪৮ ঘণ্টার জন্য স্তব্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। শুক্রবার রাত থেকেই ভদ্রকজুড়ে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। পাথর ছোড়ার ঘটনায় কয়েকজন পুলিশ কর্মীও আহত হয়েছেন।আপত্তিকর সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হয় ভদ্রকে। আর তাই ভদ্রক প্রশাসন ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে। ধামানগর এনএসি এবং আশেপাশের এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ নম্বর ধারা জারি করা হয়েছে। ৯ জনকে আটক করা হয়েছে এবং উল্লেখযোগ্য পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *