ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট ত্রিপুরা দল ঘোষণা করা হয়েছে। ১৫ সদস্য বিশিষ্ট চূড়ান্ত দলের নেতৃত্বে অস্মিতা দাস। ডেপুটির ভূমিকায় অস্মিতা দেবনাথ। ১৫ সদস্য বিশিষ্ট চূড়ান্ত দল জয়পুর থেকে আগামীকাল সাপোর্ট পার্সোন্যালদের সঙ্গে চন্ডিগড়ের উদ্দেশ্যে রওয়ানা হবে। বিসিসিআই আয়োজিত অনূর্ধ্ব ১৯ জাতীয় মহিলা ক্রিকেটের খেলা ১ থেকে ৮ অক্টোবর চন্ডিগড়ে অনুষ্ঠিত হচ্ছে। ১৫ সদস্য বিশিষ্ট রাজ্য দলটি হলো : অস্মিতা দাস (ক্যাপ্টেন), অস্মিতা দেবনাথ (ভাইস ক্যাপ্টেন), অভিধা বর্ধন, দেবশ্রীতা চৌধুরী, গিয়া মন্ডল, সায়ন্তিকা নমঃ দাস (উইকেট কীপার), পূজা তপন দাস, ভূমিকা নায়েক, পারমিতা চক্রবর্তী, প্রিয়া সরকার, মধুমিতা সরকার, তানিয়া দেব, মৌমিতা সাহা (উইকেট কীপার), রিফু দেববর্মা, অন্তরানী নোয়াতিয়া। সাপোর্ট পার্সোন্যাল হিসেবে রয়েছেন ম্যানেজার অলিভিয়া সিনহা, অবজার্ভার পিকলু রায়, লজিস্টিক ম্যানেজার অমিত বণিক, কোচ শ্রাবণী দেবনাথ, অনুপ কুমার দাস, পীযূষ দেব। ফিজিও মিষ্টি দেব, ট্রেইনার সুখেন্দু দে। এছাড়া, প্রস্তুতির জন্য জয়পুর সফরকালে দলে থাকা আরও পাঁচজন অনুষ্কা শীল, অদিতি দাস, সুস্মিতা তেলি, সুস্মিতা বসাক, সুপ্রিয়া দাস-কে স্ট্যান্ড বাই খেলোয়ার হিসেবে রাখা হলেও টিসিএ-র উদ্যোগেই তারা আগামীকাল আগরতলায় ফিরে আসবে। টিসিএ থেকে সচিব সুব্রত দে চূড়ান্ত দল ঘোষণা করেন।