শুক্রবার বাতিল টাটানগর-জয়নগর এক্সপ্রেস

রাঁচি, ২৬ সেপ্টেম্বর (হি.স.): দক্ষিণ পূর্ব রেলের চক্রধরপুর বিভাগের অধীন আদিত্যপুর ইয়ার্ডে নন-ইন্টারলকিং কাজের জন্য রাঁচি রেলওয়ে বিভাগের মধ্য দিয়ে চলাচলকারী টাটানগর-জয়নগর-টাটানগর ট্রেন বাতিল থাকবে শুক্রবার।

বৃহস্পতিবার রাঁচি রেলওয়ে বিভাগ জানিয়েছে যে, ট্রেন নম্বর ১৮১১৯ টাটানগর-জয়নগর এক্সপ্রেস ভায়া মুড়ি শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাতিল থাকবে। আর শনিবার (২৮ সেপ্টেম্বর) ট্রেন নম্বর ১৮১২০ জয়নগর-টাটানগর এক্সপ্রেস বাতিল থাকবে।