BRAKING NEWS

রাজ্যের ইতিহাসে সর্বকালীন বৃহত্তর বৈরী আত্মসমর্পণ অনুষ্ঠান মঙ্গলবার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর:
ত্রিপুরার ইতিহাসে সর্বকালীন বৃহত্তর বৈরী আত্মসমর্পণ অনুষ্ঠান হবে আগামী ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার। এদিন প্রায় ৪ শতাধিক জঙ্গি আত্মসমর্পণ করবেন। আগরতলা শহর সংলগ্ন সিপাহীজলাস্থিত টিএসআর বাহিনীর সদর দপ্তরে একসঙ্গে অস্ত্র তুলে দেবেন এনএলএফটি এবং এটিটিএফ এর  ৪শতাধিক আত্মসমর্পণকারী জঙ্গি দলের সদস্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজ্যের মুখ্য তথা স্বরাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য সচিব, ত্রিপুরা পুলিশের মহানির্দেশক সহ প্রশাসনের একাধিক আধিকারিক এবং নেতা-মন্ত্রী।

উল্লেখ্য ৪ সেপ্টেম্বর দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ ত্রিপুরার নিষিদ্ধ বৈরী সংগঠন এনএলএফটি এবং এটিটিএফের মধ্যে ত্রিপাক্ষিক
চুক্তি স্বাক্ষরিত হয়। এরই পরিপ্রেক্ষিতে জঙ্গি সংগঠনের সদস্যরা আত্ম সমর্পন করছে।

—-

সরকারি নির্দেশিকা মেনে ক্লাব ও পূজা কমিটিগুলিকে শারদোৎসব আয়োজন করার আহ্বান মন্ত্রী সুশান্ত চৌধুরীর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *