আগরতলা ২৩ সেপ্টেম্বর : বাড়ির মালিকের অনুপস্থিতিতে চোরের দল হানা দিয়ে বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে পালিয়েছে। আজ সকালে জয়নগরস্থিত এলাকায় কমল কান্তি ভৌমিকের বাড়িতে চুরির ঘটনা প্রকাশ্যে অাসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে জয়নগরস্থিত এলাকার বাসিন্দা কমলকান্তি ভৌমিক সহ পরিবারের সদস্যরা গৌহাটিতে বসবাস করছেন। ওই অবস্থায় বাড়ির মালিকের অনুপস্থিততে গতকাল রাতে চোরের দল হানা দিয়েছে। আজ সকালে স্থানীয় লোকজন ওই বাড়ির দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়েছিলেন। তখন স্থানীয়রা ঘরে প্রবেশ করে দেখে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তারা পুলিশের খবর দিয়েছিল। খবর পেয়ে পুলিশ ছুটে গেছে এবং চুরির সমস্ত তথ্য সংগ্রহের পর তদন্ত শুরু করেছে। ওই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।