BRAKING NEWS

ভিনু মাঁকড় ট্রফিতে অংশ নিতে ত্রিপুরা ক্রিকেট দল এখন জয়পুরে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ভিনু মাঁকড় ট্রফি অনূর্ধ্ব ১৯ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে ত্রিপুরার ক্রিকেটাররা এখন জয়পুরে। যদিও টুর্নামেন্ট শুরু হতে আরও কয়েকটা দিন বাকি। বিশেষতঃ অভিযোজিত হওয়ার পাশাপাশি ওয়ার্ম আপ এবং জোরদার প্র্যাকটিসের লক্ষ্যে রাজ্য দলকে ক-দিন আগেই শনিবার জয়পুরে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। আজ, রবিবার থেকেই ক্রিকেটাররা যথারীতি ব্যাট বল হাতে নিয়ে মাঠে নেমে পড়েছেন। ‌ এক-দুই দিন প্র্যাকটিসের পর নিজেদের মধ্যে এবং দুটি অন্য রাজ্য দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। ‌ মূল দলে ১৫ জন ক্রিকেটার থাকবে। তবে চূড়ান্ত দল গঠনের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে ২০ সদস্যের রাজ্য দল জয়পুরে নিয়ে যাওয়া হয়েছে। টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে ১৫ সদস্যের চূড়ান্ত দল গঠন করা হবে বলে খবর রয়েছে। ‌ এবারকার অনূর্ধ্ব ১৯ ভিনু মাঁকড় ট্রফি জাতীয় ক্রিকেটে ত্রিপুরার প্রথম ম্যাচ ৪ অক্টোবর, জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচ ৬ অক্টোবর প্রতিপক্ষ তামিলনাড়ু। পরবর্তী তিনটি ম্যাচ যথাক্রমে ৮, ১০ ও ১২ অক্টোবর মিজোরাম, ওড়িশা ও পাঞ্জাবের বিরুদ্ধে। ২০ সদস্য বিশিষ্ট রাজ্য দলের ক্রিকেটাররা হলো: দীপজয় দেব (অধিনায়ক ও উইকেট রক্ষক) দেবাংশু দত্ত (সহ- অধিনায়ক ও উইকেট রক্ষক), আয়ুষ অনিল দেবনাথ, শশীকান্ত বিন, রায়হান আহমেদ আরমান, রোহন বিশ্বাস, রাকেশ রুদ্র পাল, অর্কজিৎ রায়, রিয়াদ হোসেন, অনুকূল চন্দ্র দেব, তনয় মন্ডল, রাহুল সূত্রধর, অভীক পাল, শুভজিৎ সঞ্জীব দাস, সৌরভ সাহা, ধৃতিমান নন্দী (উইকেট রক্ষক), অর্কজিৎ পাল, রুদ্র সেনগুপ্ত, অভিরাজ বিশ্বাস। কোচ অমিতাভ বিলাসকর, সন্দীপ ব্যানার্জি ও সুবল চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *