নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: স্বচ্ছতাই সেবা এবং এক পের মা কে নাম কর্মসূচির অঙ্গ হিসাবে রবিবার জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়।
স্বচ্ছতাই সেবা এবং এক পের মা কে নাম কর্মসূচির অঙ্গ হিসাবে বৃক্ষরোপণ এবং স্বচ্ছতা অভিযানের মধ্য দিয়ে এই দিনটিকে পালন করা হয়। এদিন উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে এবং মিশন ডাইরেক্টর সুমিত্রা রায়চৌধুরী অন্যান্য আধিকারিকরা।
এদিন জাতীয় স্বাস্থ্য মিশনের অফিস প্রাঙ্গনে হয় এই অনুষ্ঠান। কর্মসূচিতে অংশগ্রহণ করে স্বাস্থ্য সচিব কিরণগিত্তে বলেন ,দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেককে মায়ের নামে একটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন।
আমরা প্রত্যেকে মাকে যেমন ভালবাসি শ্রদ্ধা করি ঠিক তেমনি মায়ের নামে গাছ লাগালে সেই গাছকেও সেই ভাবেই ভালোবেসে বেঁচে থাকতে সহযোগিতা করব বলে তিনি অভিমত ব্যক্ত করেন।