নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: রাহুল গান্ধী ক্ষমতায় এলে তপশিলি জাতিদের সংরক্ষণ তুলে দেওয়ার কথা বলেছেন। এরই প্রতিবাদে রবিবার বিজেপি প্রদেশ কার্যালয়ের সামনে গণ অবস্থান সংঘটিত করে প্রদেশ তপশিলির মোর্চা।
সম্প্রতি আমেরিকায় গিয়ে কংগ্রেস নেতার রাহুল গান্ধী মন্তব্য করেছেন, কেন্দ্রে ক্ষমতায় এলে সংরক্ষণ প্রথা তুলে দেবেন। আর তাতেই সরভ হন বিজেপি দলের তপশিলি মোর্চা সংগঠন।
এদিন বিজেপি প্রদেশ কার্যালয়ের সামনে দেড় ঘন্টা গণ অবস্থান সংঘটিত করা হয়। সংগঠনের নেতৃত্বরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, কেন্দ্রীয় নেতৃত্বদের নির্দেশ অনুযায়ী প্রতিটি প্রদেশ কার্যালয়ের সামনে এদিন এই গণ অবস্থান সংগঠিত করা হয়েছে। রাহুল গান্ধীর এ ধরনের সংরক্ষণ বিরোধী মনোভাব অনুভবেই সফল হতে দেওয়া হবে না বলে জানান নেতৃত্বরা।