BRAKING NEWS

জম্মু ও কাশ্মীরে কোনও সন্ত্রাসবাদী অবাধে বিচরণ করতে পারবে না, প্রতিশ্রুতি অমিত শাহের

জম্মু, ২২ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরে কোনও সন্ত্রাসবাদী অবাধে বিচরণ করতে পারবে না। প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। রবিবার জম্মু ও কাশ্মীরে নির্বাচনী প্রচারে অমিত শাহ বলেছেন, “পাকিস্তানের সঙ্গে আমরা দ্বিপাক্ষিক আলোচনা করব না! বিরোধীরা এলওসি জুড়ে বাণিজ্য পুনরুদ্ধার করতে এবং পাথর নিক্ষেপকারীদের মুক্তি দিতে চায়, কিন্তু বিজেপি প্রতিশ্রুতি দিচ্ছে জম্মু ও কাশ্মীরে কোনও সন্ত্রাসবাদী অবাধে বিচরণ করতে পারবে না।”রবিবার জম্মু ও কাশ্মীরের নৌশেরায় নির্বাচনী জনসভা করেন অমিত শাহ। এই সভা থেকে তিনি বলেছেন, “কংগ্রেস, এনসি এবং পিডিপি বছরের পর বছর ধরে আপনাদের সংরক্ষণের অধিকার থেকে বঞ্চিত করেছে… মোদীজি সিদ্ধান্ত নিয়েছেন, বিরোধীরা যা খুশি করুক, তবে আমরা অবশ্যই পাহাড়ি সম্প্রদায়কে সংরক্ষণ দেব।”অমিত শাহ আরও বলেছেন, “এখন আমাদের তেরঙ্গা জম্মু ও কাশ্মীরে গর্বের সঙ্গে উড়ছে, কিন্তু কংগ্রেস এবং এনসি লোকজন বলে, তারা শেখ আবদুল্লাহর পতাকা ফিরিয়ে আনতে চায়। ফারুক সাহেব, যত ইচ্ছা শক্তি প্রয়োগ করুন… কিন্তু এখন কাশ্মীরে শুধু আমাদের প্রিয় তেরঙ্গা উড়বে।” অমিত শাহ জোর দিয়ে বলেছেন, “জম্মু ও কাশ্মীরে ৩০ বছর ধরে সন্ত্রাস চলে, ৩০ বছরে ৩ হাজার দিন জম্মু ও কাশ্মীরে কারফিউ ছিল, ৪০ হাজার মানুষ মারা গিয়েছেন, ফারুক সাহেব, সেই দিনগুলোতে আপনি কোথায় ছিলেন? বলি, কাশ্মীর যখন জ্বলছিল, ফারুক সাহেব লন্ডনে ছুটি কাটাচ্ছিলেন। মোদীজি এসে সন্ত্রাসবাদীদের নির্মূল করছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *