ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ফের টানা জয় লাল বাহাদুর ব্যায়ামাগারের। এদিকে, পরপর দুটি পরাজয় শক্তিশালী নাইন বুলেটস-এর। মুখ্যত এই জয়ের সুবাদে লাল বাহাদুর কিন্তু আরও একবার সুপার ফোর-এর গ্রুপে উঠে এসেছে। মোটকথা আশা জিইয়ে রেখেছে সুপার লিগে খেলার। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত শ্যাম সুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লীগ ফুটবল টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ খেলায় আজ লাল বাহাদুর ব্যায়ামাগার দুই-এক গোলের ব্যবধানে নাইন বুলেটসকে পরাজিত করে মূল্যবান তিন পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে। সম সংখ্যক পয়েন্টের পাশাপাশি গোল ব্যবধানের নিরিখে লাল বাহাদুর ব্যায়ামাগার এই মুহূর্তে পয়েন্ট তালিকায় কিছুটা উন্নীত হয়ে সুপার লিগের আশা জিইয়ে রেখেছে। বিকেল সাড়ে তিনটায় ম্যাচ শুরুতে প্রচন্ড উত্তেজনা পূর্ণ খেলায় গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ৮ মিনিটের মাথায় লাল বাহাদুরের রিচার্ড ভানলাল থোয়ামার গোলে লিড নিলেও খেলার ৭৭ মিনিটের মাথায় লাইন বুলেটসের রাজীব সাধন জমাতিয়া গোলটি শোধ করে খেলার সমতা ফিরিয়ে আনে। অতঃপর খেলায় পারস্পরিক আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে খেলার গতি যেমন বাড়ে, জয় সূচক গোলের লক্ষ্যে দু-দলের আক্রমণ ভাগের খেলোয়াররাও যথেষ্ট চেষ্টা করতে থাকে। অবশেষে খেলার ৮৩ মিনিটের মাথায় লাল বাহাদুর লালমনি জোয়ালা একটি গোল করে দলকে দুই-একে এগিয়ে দেয়। পরবর্তী সময়ে গোলটি শোধ করতে লাইন বুলেটস-এর খেলোয়াররা যথেষ্ট চেষ্টা করলেও পেরে উঠেনি। উপরন্ত লাল বাহাদুরের রক্ষণভাগ শক্ত করে দুই-একে জয় ছিনিয়ে মাঠ ছাড়ে। এদিকে, খেলায় অসদাচরণের দায়ে রেফারি দু দলের দুজন করে চারজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি রক্তিম সাহা, সত্যজিৎ দেবরায়, অরিন্দম মজুমদার ও লিটন সাহা। দিনের খেলা বিকেল সাড়ে তিনটায় এগিয়ে চলো সংঘ বনাম ফ্রেন্ডস ইউনিয়ন।