BRAKING NEWS

প্রসাদ বিতর্কে প্রধানমন্ত্রীকে চিঠি রেড্ডির, বিঁধলেন চন্দ্রবাবু নাইডুকে

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): প্রসাদ বিতর্কের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। তিনি আক্রমণ করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকেও। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে রেড্ডি জানিয়েছেন, তিরুমালা তিরুপতি দেবস্থানামের পবিত্রতা, অখণ্ডতা এবং সুনামকে অপূরণীয়ভাবে কলঙ্কিত করার জন্য মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু চেষ্টা করছেন।চন্দুবাবু নাইডুর সমালোচনা করে চিঠিতে জগন্মোহন রেড্ডি আরও জানান, “চন্দ্রবাবু নাইডু একজন প্যাথলজিক্যাল এবং অভ্যাসগত মিথ্যেবাদী, তিনি এতটাই নিচে নেমে গেছেন যে রাজনৈতিক উদ্দেশ্যের জন্য কোটি কোটি মানুষের বিশ্বাসকে গুরুতরভাবে আঘাত করেছেন… মিথ্যা ছড়ানোর নির্লজ্জ কাজের জন্য নাইডুকে কঠোরভাবে তিরস্কার করা অপরিহার্য এবং সত্য প্রকাশ্যে আনা উচিত। নাইডু কোটি কোটি হিন্দু ভক্তদের মনে যে সন্দেহ তৈরি করেছেন তা দূর করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *