নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা শহর এলাকার বিভিন্ন ক্লাব ও পূজা উদ্যোক্তাদের নিয়ে পূর্ব আগরতলা থানায় রবিবার এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। শারদ উৎসবকে অবাধ ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার লক্ষ্যে আরক্ষা প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পূজার দিনগুলি যাতে শান্তিপূর্ণভাবে অতিবাহিত করা যায় সেই লক্ষ্যে আগরতলা শহর এলাকার বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন ও পূজা উদ্যোক্তাদের নিয়ে রবিবার আগরতলা পূর্ব থানায় এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ট্রাফিক দপ্তর অগ্নি নির্বাপক দপ্তর আগরতলা পুরো নিগম সহ অন্যান্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পূজার বিভিন্ন নিয়মকানুন এবং পূজার দিনগুলিতে শান্তি-শৃঙ্খলা রক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আরোক্ষা প্রশাসনের সঙ্গে ক্লাব কর্মকর্তাদের মত বিনিময় হয়। বিগত দিনগুলির মত ঐতিহ্য বজায় রেখে পূজার দিনগুলিতে শান্তির পরিবেশ কায়েম করতে ক্লাবগুলিকে নিজেদের উদ্যোগে স্বেচ্ছাসেবী নিয়োগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া পূজার দিনগুলিতে বিভিন্ন পূজা মন্ডপের পাশাপাশি সহ সর্বত্রই অতিরিক্ত পুলিশ টিএসআরও নিরাপত্তা কর্মী মোতায়েন থাকবে।