ক্রীড়া প্রতিনিধি আগরতলা। ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড আয়োজিত বিভিন্ন ইভেন্টের বয়স ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে এখন রাজ্যের বিভিন্ন প্রান্তে। ইতিমধ্যেই বেশ কয়েকটি ইভেন্টের রাজ্য আসর সমাপ্ত। আগামী কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হবে অনুর্ধ ১৪,১৭ ও ১৯ বালক ও বালিকাদের রাজ্যভিত্তিক স্কুল সাঁতার প্রতিযোগিতা। রাজ্যভিত্তিক প্রতিযোগিতাকে সামনে রেখে শনিবার বাধারঘাট দশরথের স্পোর্টস কমপ্লেক্সের রাইমা সুইমিং পুলে অনুষ্ঠিত হয় পশ্চিম জেলা দল গঠনের লক্ষ্যে প্রতিযোগিতা। দিনভর আয়োজিত জেলাভিত্তিক প্রতিযোগিতা থেকে গঠন করা হয় রাজ্যভিত্তিক আসরের জন্য পশ্চিম জেলা দল।এদিন প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন সমাজসেবী নবেন্দু ভট্টাচার্য, ক্রীড়া আধিকারিক ডঃ সূর্যকান্ত পাল, পশ্চিম জেলার সহকারী আধিকারিক শান্তনু সূত্রধর, এএমসি স্কুল স্পোর্টস বোর্ডের সম্পাদক অশোক কুমার পাল প্রমূখ। প্রতিযোগিতার শেষে বয়সভিত্তিক তিনটি গ্রুপে বালকো বালিকাদের চূড়ান্ত জেলা দল গঠন করা হয়। জেলার দলটি হল অনূর্ধ্ব ১৪ বালক বিভাগে মৃণাঙঙ্কর দাস, সুমিত দেবনাথ, মেঘরাজ দত্ত বিশ্বাস রোশন কুমার দাস, সিদ্ধার্থ রায় চৌধুরী, কৃষ্মা কুমার মাহাতো ও সায়ন দাস। বালিকা বিভাগে শ্রোতা রায়,রিয়ামশি লোধ, অদ্রিতা দত্ত, অক্ষরা সরকার, শ্রীময়ী পাল, প্রিয়াসী মন্ডল। অনূর্ধ্ব ১৭ বালক বিভাগে মাঘনাজ দত্ত, অনিকেত শীল, মেঘনিল দত্ত বিশ্বাস, অমিত সূত্রধর, অরিত্র দত্ত ,অপূর্ব দাস, হৃদয় বর্মন, প্রশান্ত ভট্টাচার্য, শুভঙ্কর চন্দ্র। বালিকা বিভাগে পূর্ণিমা দাস, সায়ন্তিকা দে, আয়েশা দেব বর্মন, রুমা ভৌমিক, প্রিয়াঙ্কা দেববর্মা। অনূর্ধ্ব ১৯ বালক বিভাগে রাজদীপ ভৌমিক এবং বালিকা বিভাগে অন্বেষা ভৌমিক ও তানিয়া দেব।