BRAKING NEWS

স্মরণে নবাব পাতৌদি

কলকাতা, ২১ সেপ্টেম্বর (হি.স.): আগামীকাল ২২ সেপ্টেম্বর  ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক নবাব মনসুর আলি খান পাতৌদির মৃত্যুদিন। বেঁচে থাকলে ৮৩-তম জন্মদিন পালন করতেন নবাব।

ছয়ের দশকে তার হাত ধরেই ভারতীয় ক্রিকেটে এসেছিল জোয়ার। মাত্র ২১ বছর বয়সেই ভারতীয় দলের গুরুদায়িত্ব তুলে নিয়েছিলেন কাঁধে।

ভারতের হয়ে ১৯৬১-১৯৭৫ এই ১৪ বছরে  মোট ৪৬ টি টেস্ট ম্যাচে অংশ নিয়েছিলেন তিনি। যার মধ্যে ৪০ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের নবাব। ভারতের ক্রিকেটে তার অভিষেক (১৯৬১) বছরেই এক দুর্ঘটনায় তিনি চোখ হারান। দুর্ঘটনার পর অনেকেই ভেবেছিলেন তার  আর ক্রিকেটে ফেরা হবে না।কিন্তু দুর্ঘটনার কিছুদিন পর মাঠে ফিরে ছিলেন  নবাব গর্জনের সঙ্গেই। তিনি বাইশ গজে ফিরে  নিজেকে প্রমান করে দেন তিনি টাইগার।

১৯৬৯ সালে তিনি বিখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে বিয়ে করেন। তাদের ছেলে সাইফ আলি খান এবং মেয়ে সোহা আলী খান দুজনেই হিন্দি সিনেমাতে অভিনয় করেন।

ফুসফুসের সংক্রমনের কারণে দিল্লির একটি হাসপাতালে ভারতের এই কিংবদন্তি  ক্রিকেটার পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *