ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ে ফিরল এগিয়ে চল সংঘ। টাউন ক্লাব কে হারিয়ে। পরাজয়ের কারণে টাউন ক্লাবের জয়ের হ্যাটট্রিক হলো না। এদিকে, রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত শ্যাম সুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ক্লাব লিগ আসরে প্রথম দল হিসেবে সুপার লীগে খেলা নিশ্চিত করলো গত বারের লিগ চ্যাষ্পিয়ন এগিয়ে চল সংঘ। শনিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত আয়োজিত দিনের প্রথম ম্যাচে টাউন ক্লাব কে ২-১ গোলে ব্যবধানে পরাজিত করে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সুপারে জায়গা করে নেয় এগিয়ে চলো সংঘ। এদিনের ম্যাচে প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে ২ টি গোল হজম করতে হয় টাউন ক্লাবের। ম্যাচে এগিয়ে চলো সংঘের হয়ে গোল দুটি করে খেলার দ্বিতীয়ার্ধের ১৪ ও ২৮ মিনিটে যথাক্রমে সপ্তম শর্মা ও দেবাশীষ রায়। অন্যদিকে টাউন ক্লাবের হয়ে একটি গোল করে ম্যাচের ১৯ মিনিটের মাথায় বয়ার জমাতিয়া। এদিনের ম্যাচে সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয় এগিয়ে চল সংঘের অধিনায়ক আসিফ আলী মোল্লা। আসীফ আলী মোল্লার হাতে ম্যাচের সেরা পুরস্কার তুলে দেন প্রাক্তন ফুটবলার স্বপন মিয়া। দিনের খেলা: বিকেল সাড়ে তিনটায় নাইন বুলেটস ক্লাব ও লাল বাহাদুর ব্যয়ামাগার।
পয়েন্ট তালিকা : এ ডিভিশন লীগ ফুটবল
দল ম্যাচ জয় পরা: ড্র গোল পয়েন্ট
এগিয়ে চল ৭ ৬ ১ ০ ১৪-৬ ১৮
ব্লাডমাউথ ৭ ৫ ২ ০ ১৬-৬ ১৫
টাউন ক্লাব ৭ ৪ ২ ১ ১৬-৮ ১৩
নাইন বুলেটস ৭ ৪ ২ ১ ১২-৬ ১৩
রামকৃষ্ণ ক্লাব ৭ ৪ ২ ১ ১৩-৮ ১৩
লালবাহাদুর ৬ ৩ ২ ১ ১২-৭ ১০
ফরোয়ার্ড ৮ ১ ৪ ৩ ১৩-১৯ ০৬
জুয়েলস অ্যা: ৭ ১ ৪ ২ ৭-১২ ০৫
ত্রিবেণী সংঘ ৭ ১ ৫ ১ ১১-২৬ ০৪
ফ্রেন্ডস ইউ: ৭ ১ ৬ ০ ৭-২৩ ০৩