কাটরা, ১৯ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের এজেন্ডা চাপিয়ে দিতে দেব না। কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, বিশ্বের কোনও শক্তিই জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা ফিরিয়ে আনতে পারবে না। বৃহস্পতিবার কাটরায় একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “কংগ্রেসকে দেওয়া প্রতিটি ভোট পিডিপি এবং এনসি-র ইস্তেহার বাস্তবায়ন করবে। তাঁরা ৩৭০ ধারা ফিরিয়ে আনতে চায়। এর মানে তারা আবার উপত্যকায় রক্তপাত চায়, কংগ্রেস-এনসি-এর ইস্তেহারে বেশ খুশি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী, প্রকাশ্যেই সমর্থন জানিয়েছে পাকিস্তান। কংগ্রেস এবং এনসি জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়।”
2024-09-19