শিলিগুড়ি, ১৯ সেপ্টেম্বর (হি. স.) : ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হল ৫ দুষ্কৃতীকে। পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাতির উদ্দেশে জনা কয়েক দুষ্কৃতী সেবক রোড সংলগ্ন পি সি মিত্তাল বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়েছিল বুধবার রাতে। গোপন সূত্রে সেই খবর পেতেই ঘটনাস্থলে উপস্থিত হয় ভক্তিনগর থানার পুলিশ। পুলিশের উপস্থিতি টের পাওয়া মাত্রই সেখান থেকে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও, ৫ দুষ্কৃতীকে ধরে ফেলে তাঁরা। ধৃতদের হেফাজত থেকে থেকে উদ্ধার হয় ডাকাতির জন্য ব্যবহৃত বেশকিছু সরঞ্জাম। বৃহস্পতিবার ধৃতদের পাঠানো হয় জলপাইগুড়ি জেলা আদালতে। অন্যদিকে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে, তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
2024-09-19