ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ফের অঘটন। সিনিয়র লিগ ফুটবল টুর্নামেন্টে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল এ ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টের ২৯ তম ম্যাচ, ১৮তম দিনে দারুন এক অঘটন ঘটে গেলো। প্রথম সারির দল, শক্তিশালী নাইন বুলেটসকে দুই এক গোলের ব্যবধানে পরাজিত করে জুয়েলস এসোসিয়েশন টুর্নামেন্টের প্রথম জয়ের স্বাদ পেয়েছে। ষষ্ঠ ম্যাচের মাথায় প্রথম জয়। এর আগে পাঁচটি ম্যাচের মধ্যে দ্বিতীয় খেলায় টাউন ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করে ১ পয়েন্ট পকেটে ঢুকিয়েছিল। মোটকথা,
শ্যাম সুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ক্লাব লিগ ফুটবল আসরে শক্তি শালী নাইন বুলেটস কে পরাজিত করে লিগে প্রথম জয়ের স্বাদ পেলো জুয়েলস্ এসোসিয়েশন। বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত দিনের প্রথম ম্যাচে নাইন বুলেটস কে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে লিগে প্রথম জয় তুলে নেয় জুয়েলস্ এসোসিয়েশন। ম্যাচে জুয়েলস্ এসোসিয়েশন এর হয়ে জোড়া গোল করে খেলার ১০ ও ৩২ মিনিটের মাথায় রোহিত সিং। বিপরীতে নাইন বুলেটস ক্লাবের হয়ে একমাত্র গোলটি করে খেলার ৭৯ মিনিটের মাথায় এল. হিমা। এদিকে, খেলায় অসদাচরণের দায়ে রেফারি দুদলের দুজনকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। এবং বিজয়ী জুয়েলস এসোসিয়েশনের আরও দুজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তাপস দেবনাথ। প্লেয়ার অব দ্যা ম্যাচের পুরস্কার পেয়েছে জুয়েলস এসোসিয়েশনের টি থঙ্গা মেথি।