বিশালগড়,১৭ সেপ্ঢেম্বর, সিপাহীজলা জেলাভিত্তিক স্বচ্ছতা হি সেবা অভিযান আজ থেকে শুরু হয়েছে৷ চড়িলামের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বচ্ছতা হি সেবা অভিযানের উদ্বোধন করেন মুখ্যসচিব জে কে সিনহা৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলাশাসক ড. সিদ্ধার্থ শিব জয়সওয়াল, অতিরিক্ত জেলাশাসক সুুব্রত মজমদার, অতিরিক্ত জেলাশাসক রিঙ্কু লাফের, অ্যাসিস্টেন্ট কালেক্টর দীপ গোয়েল, বিশালগড় মহকুমার মহকুমা শাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, চড়িলাম ব্লকের বিডিও এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ৷
অনুষ্ঠানের সূচনা করে মুখ্যসচিব জে কে সিনহা বলেন, স্বচ্ছতা অভিযান শুধুমাত্র একদিনের জন্য কোনও কর্মসূচি নয়৷ স্বচ্ছতা অভিযান বাস্তবে পরিণত করতে হলে তাকে মানুষের নিজের জীবনশৈলীর অঙ্গ করতে হবে৷ নিজে স্বচ্ছ থাকা ও পরিবেশ স্বচ্ছ রাখা অভ্যাসে পরিণত করতে হবে৷ জেলাশাসক ড. সিদ্ধার্থ শিব জয়সওয়াল বলেন, এই কর্মসূচি সফল করতে হলে স্বচ্ছতাকে নিজের জীবনের সঙ্গে জড়তে হবে৷ নিজে স্বচ্ছ থাকলে এবং পরিবেশ স্বচ্ছ রাখতে পারলে অনেক রোগ থেকে মুক্ত হওয়া যায়৷ অতিরিক্ত জেলাশাসক সুুব্রত মজমদার সহ অন্যান্য অতিথিগণও বক্তব্য রাখেন৷
অনুষ্ঠানে মুখ্যসচিব জে কে সিনহা অনুষ্ঠানে উপস্থিত সুুবিধাভোগীদের জন আরোগ্য যোজনার কার্ড তুলে দেন এবং সাফাই কর্মীদের পুরসৃকত করেন৷ স্বচ্ছতা হি সেবা অভিযান আগামী ২ অক্টোবর পর্যন্ত চালু থাকবে৷ এই অভিযানের অঙ্গ হিসেবে জেলার বিভিন্ন জায়গায় সাইক্লোথন, ম্যারাথন, মানব বন্ধন, ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংসৃকতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে৷