আগরতলা ১৬ সেপ্টেম্বর : রেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছে এক যুবক। আজ বাধারঘাট রেলস্টেশনের প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দিয়েছেন। তাকে উদ্বার করে হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে কতর্ব্যরত চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেছে। পুলিশের প্রাথমিক ধারন, আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু এখনো পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি।
সংবাদিকদের মাধ্যমের মুখোমুখি হয়ে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকাল রেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছিল যুবক। ঘটনাটি প্রত্যক্ষ করে রেল মাস্টার পুলিশকে খবর দিয়েছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা সংকটজনক দেখে তাকে জি বি হাপাতালে স্থানান্তর করেছে।

