পাশে থাকার বার্তা, টালার ওসির বাড়িতে কলকাতা পুলিশের আধিকারিকরা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): আর জি কর ধর্ষণ ও খুন মামলায় সিবিআইয়ের হাতে ধৃত টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের পাশে দাঁড়ালেন  কলকাতা পুলিশের আধিকারিকরা।

সোমবার দুপুরে অভিজিৎ মণ্ডলের বাড়ি যান অতিরিক্ত পুলিশ কমিশনার (৪) ভি সলোমান নিশা কুমার, ডেপুটি কমিশনার অফ পুলিশ (ইস্ট ডিভিশন) আরিশ বিলাল এবং ডেপুটি কমিশনার (এসএসডি) বিদিশা কলিতা। সূত্রের খবর, তাঁরা অভিজিৎ মণ্ডলের স্ত্রী সঙ্গীতা মণ্ডল-সহ তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন।

বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে এক আধিকারিক বলেন, ‘আমি যতটুকু জানি, ওসির কোনও দোষ নেই। যেটুকু আমার ব্যক্তিগত বিশ্বাস আছে, যেটুকু উনি করেছেন ভাল উদ্দেশ্য নিয়ে করেছেন। খবর পাওয়ার পর উনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন। যত তাড়াতাড়ি সম্ভব উনি ওখানে যান। ওখানে সব দাবি মেনে সুবিচারের স্বার্থে তদন্তের স্বচ্ছতার জন্য যা কিছু করার উনি ওখানে করেন। এটাই ওঁর কাজ ছিল। উনি ভালভাবে কাজটা করেছেন। এটাই আমার ব্যক্তিগত বিশ্বাস। কলকাতা পুলিশ ওঁর সঙ্গে আছে।’

এক পুলিশকর্তা সাংবাদিকদের বলেন, “আমরা মূলত এসেছি, ওঁকে আমাদের সমর্থন জানানোর জন্য। কারণ, কলকাতা পুলিশ একটা পরিবার। অভিজিৎ মণ্ডল সেই পরিবারের সদস্য। ওঁর যখন এরকম একটা সমস্যা হয়েছে, কলকাতা পুলিশ ওঁদের সঙ্গে থাকবে। ওঁদের যা সাহায্য লাগবে আমরা তার সব দেব। এটাই ওঁকে বলতে এসেছি।’’